শ্রীমান পৃথ্বীরাজ

We were re-watching this old Bengali film, which had a fantastic song that we decided we had to write down. It wasn't easy, the sound quality being what it was, but here is the result of our painstaking work:

নরধামে সাক্ষাত ঈশ্বর হে,
তব বন্দনে নন্দিত অন্তরপুর।
অভিনন্দনে লাজিত অম্বর হে,
কৃপা করি করো মোরে রায়বাহাদুর॥

কৃপা করো দয়াময় সুন্দর হে,
সবলে মুখরিত তব জয়সুর।
যার চিত্ত উজ্জ্বল দিবাকর হে,
কৃপা করি করো মোরে রায়বাহাদুর॥

দিননাথ প্রিয় তুমি স্মরণীয় হে,
পান্নালালের প্রভু অতি সুমধুর।
তব মুরতি পূজি বরণীয় হে,
কৃপা করি করো মোরে রায়বাহাদুর॥

মরি তবু ক্ষতি নাই প্রার্থনা মোর,
অন্তিম অভিলাষ করো মঞ্জুর।
সুখে শান্তিতে আনন্দে মুদিব নয়ন,
যদি কৃপা করি করো রায়বাহাদুর॥